তফসিলি জাতি-জনজাতি ও কৃষি-মজুরদের সন্তানদের জন্য ‘ন্যাশনাল ওভারসিজ় বৃত্তি’ দেওয়ার ক্ষেত্রে বঞ্চনা হচ্ছে, এই অভিযোগ তুলে এবং নিয়ম মেনে ফের সার্বিক ভাবে তা চালু করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি আদর্শ এম সাজি সোমবার ওই চিঠিতে দাবি করেছেন, প্রতি বছর দেশের ১২৫ জন নির্বাচিত পড়ুয়াকে ওই বৃত্তি দেওয়া হয়। কিন্তু এই বছর ৬০%-এর বেশি যোগ্য পড়ুয়াকে তহবিলে ঘাটতির কথা জানিয়ে ওই বৃত্তি দেওয়া হচ্ছে না। এর ফলে পড়ুয়ারা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। সৃজনদের বক্তব্য, ‘এই ঘটনা দেশের তফসিলি জাতি-জনজাতি পড়ুয়াদের প্রতি চরম অবিচার।’ বিষয়টিকে তাঁরা শিক্ষার অধিকারের উপরে আঘাত ও বঞ্চনা বলেও সরব হয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)