হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে কামরার সংখ্যা বাড়ল। আগে ওই ট্রেন ১৬ টি বগি নিয়ে চলত। এখন থেকে ওই ট্রেনে বগির সংখ্যা বেড়ে হল ২০। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ করেন, ওই পথ বাঙালির অন্যতম জনপ্রিয় ভ্রমণের জায়গা। তাছাড়া ধর্মপ্রাণ বহু মানুষ জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান। তাঁদের সকলের সুবিধার কথা ভেবে এই পথের বন্দে ভারত এক্সপ্রেসে বগির সংখ্যা বাড়ানো হোক। রেলমন্ত্রী তাঁর অনুরোধ মেনে বগির সংখ্যা বাড়ানোর রেলমন্ত্রীকে চিঠি লিখে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শমীক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)