Advertisement
০৫ মে ২০২৪

১৪ই বিজয় উৎসব

দশ বছরের লড়াই শেষে জয়। সেই আনন্দে বুধবার তৃণমূল ভবনে সকলকে মিষ্টিমুখ করালেন দলের দুই নেতা পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সী। আর সিঙ্গুরে বিজয় উৎসব পালন করার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৩
Share: Save:

দশ বছরের লড়াই শেষে জয়। সেই আনন্দে বুধবার তৃণমূল ভবনে সকলকে মিষ্টিমুখ করালেন দলের দুই নেতা পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সী। আর সিঙ্গুরে বিজয় উৎসব পালন করার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘১৪ সেপ্টেম্বর হুগলির প্রশাসনিক বৈঠক সিঙ্গুরেই করব। বৈঠকের পরে আমি নিজে থেকে সেখানকার মানুষকে পরিষেবা পৌঁছে দেব। সে দিনই সিঙ্গুরে কেন্দ্রীয় ভাবে বিজয় উৎসব হবে।’’

মমতা আরও জানান, ২ সেপ্টেম্বর সমস্ত ব্লক ও ওয়ার্ডে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে কৃষকদের সম্মান জানিয়ে সিঙ্গুর উৎসব পালিত হবে। পার্থবাবুর কথায়, ‘‘নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে মিটিং-মিছিল করে শুক্রবার সারা দিন ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে সিঙ্গুর দিবস পালিত হবে। সারা দিন আমরা রাস্তায় থাকব।’’ ওই দিনই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সাধারণ ধর্মঘট। সিঙ্গুরে দিবসের নামে রাস্তায় নেমে বকলমে ধর্মঘটের মোকাবিলাই করা হবে বলে তৃণমূল সূত্রের ব্যাখ্যা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Singur Celebration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE