Advertisement
E-Paper

মিছিল, রাতভর অবস্থান আজই

এন্টালির রামলীলা ময়দান থেকে মিছিল করে ধর্মতলায় এসে ওয়াই চ্যানেলে আজ, মঙ্গলবার সারা রাত অবস্থানের ডাক দিয়েছিল তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ০২:৪৬
নোনাপুকুরে কংগ্রেসের ধর্না অবস্থান।—নিজস্ব চিত্র।

নোনাপুকুরে কংগ্রেসের ধর্না অবস্থান।—নিজস্ব চিত্র।

পুলিশ আপত্তি তুললেও সিএএ, এনপিআর এবং এনআরসি-র বিরোধিতায় গণ-সংগঠনগুলির মিছিল ও রাতভর অবস্থানের কর্মসূচি বহাল থাকছে। এন্টালির রামলীলা ময়দান থেকে মিছিল করে ধর্মতলায় এসে ওয়াই চ্যানেলে আজ, মঙ্গলবার সারা রাত অবস্থানের ডাক দিয়েছিল তারা। এনআরসি-বিরোধী যুক্ত মঞ্চের তরফে প্রসেনজিৎ বসু সোমবার ইঙ্গিত দিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াই চ্যানেলের বদলে ধর্মতলার আশেপাশে অন্যত্র অবস্থান হতে পারে। তবে মিছিল ও সারা রাতের অবস্থান হবেই। পুলিশের আপত্তিতেই এ দিন মধ্য কলকাতা জেলা কংগ্রেস সিএএ, এনপিআর এবং এনআরসি-র বিরুদ্ধে অবস্থান-সত্যাগ্রহ মল্লিকবাজার থেকে নোনাপুকুরে সরিয়ে নেয়। প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি রোহন মিত্রের অভিযোগ, তাঁদের কর্মসূচি তৃণমূলের বিরুদ্ধে না হলেও পুলিশ বাধা দিচ্ছে।

Sit In Protest Congress Citizenship Amendment Act CAA NRC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy