Advertisement
E-Paper

সরছেন শোভন, জেলার ভার পাচ্ছেন শুভাশিস

তাঁর জায়গায় শুভাশিস চক্রবর্তীকে সভাপতি করার দায়িত্ব দেওয়া হবে বলে খবর। প্রসঙ্গত, জেলার পঞ্চায়েত ভোটে দলের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৮ ০১:৩২
শোভন চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

শোভন চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

কাগজে-কলমে এখনও তিনি দলের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি। কিন্তু পঞ্চায়েত ভোটে দলীয় দায়িত্ব থেকে তাঁকে আগেই সরিয়ে দিয়েছে তৃণমূল। এবার জেলা সভাপতির দায়িত্ব থেকেও শোভন চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত। তাঁর জায়গায় শুভাশিস চক্রবর্তীকে সভাপতি করার দায়িত্ব দেওয়া হবে বলে খবর। প্রসঙ্গত, জেলার পঞ্চায়েত ভোটে দলের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে।

শুভাশিসকে রাজ্যসভায় প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ মার্চ সেই নির্বাচন হওয়ার কথা। তারপরই শুভাশিসকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। রাজ্য নেতৃত্বের পরামর্শ মতো শুভাশিস ইতিমধ্যেই সাংগঠনিক কাজ দেখভাল করতে শুরু করেছেন। আগামী ২৬ মার্চ জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মসূচিতেও থাকার কথা শুভাশিসের।

এদিকে বুধবার পুরভবন এবং নবান্ন দু’জায়গাতেই যান শোভন। কিন্তু গত কয়েকদিনের মতো এদিন আর তাঁর ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে কোনও কথা বলেননি। মেয়র হিসাবে পুরসভায় সাংবাদিক সম্মেলনে ১০০ দিনের কাজে মজুরিবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে তিনি বলেন, , ‘‘২০১০ সাল থেকে কলকাতা পুর এলাকায় ১০০ দিনের কাজের লোকেরা ১০০ টাকা করে বেতন পাচ্ছিলেন। এ বার থেকে পাবেন ১৪৪ টাকা। আর সুপারভাইজারদের বেতন ১২০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৭২ টাকা।’’ তিনি জানান, ওই টাকা দেয় রাজ্য সরকার। টাকা বাড়ানোর জন্য বেশ কয়েকবার সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বার তা বৃদ্ধি হওয়ায় পুরসভায় কর্মরত প্রায় ১৪ হাজার কর্মীরা উপকৃত হবে।

আরও পড়ুন: সন্ধি চেয়ে কোর্টে রত্না, নারাজ মেয়র গরহাজির

এরপরই মেয়রকে প্রশ্ন করা হয়, ‘‘আপনি নবান্নে গিয়েছিলেন কী এই কাজেই?’’ শোভন বলেন, ‘‘আমি তো মন্ত্রীও। অনেক কাজ থাকে। তাই গিয়েছিলাম।’’ আপনার সঙ্গে এরমধ্যে মুখ্যমন্ত্রীর কোনও কথা হয়েছে? প্রশ্নের উত্তর না দিয়েই পুরভবন ছাড়েন তিনি।

Sovan Chatterjee শোভন চট্টোপাধ্যায় শুভাশিস চক্রবর্তী Subhashis Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy