E-Paper

রাজ্যসভায় আসন বাড়বে এনডিএ-র, বিতর্কিত বিলে সুবিধা

মোদী সরকার মনে করছে, আগামী দিনে সংসদে লোকসভা নির্বাচনের সঙ্গেই সব রাজ্যে বিধানসভানির্বাচন করানোর জন্য এক দেশ, এক ভোট বিল এবং প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের ৩০ দিন জেলে থাকলে অপসারণের বিল পাশ করাতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ০৭:৪৫
আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনের সঙ্গে চলতি বছরে রাজ্যসভার ৭২টি আসনে নির্বাচন হতে চলেছে।

আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনের সঙ্গে চলতি বছরে রাজ্যসভার ৭২টি আসনে নির্বাচন হতে চলেছে। — ফাইল চিত্র।

আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনের সঙ্গে চলতি বছরে রাজ্যসভার ৭২টি আসনে নির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গের পাঁচটি আসনের মধ্যে এখন তৃণমূল কংগ্রেসের হাতে চারটি আসন রয়েছে। তৃণমূল ফের চারটি আসন পেলেও সামগ্রিক ভাবে রাজ্যসভায় ‘ইন্ডিয়া’ মঞ্চের আসন কমবে। অন্যদিকে, বিজেপি তথা এনডিএ-রআসন বাড়বে।

মোদী সরকার মনে করছে, আগামী দিনে সংসদে লোকসভা নির্বাচনের সঙ্গেই সব রাজ্যে বিধানসভানির্বাচন করানোর জন্য এক দেশ, এক ভোট বিল এবং প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের ৩০ দিন জেলে থাকলে অপসারণের বিল পাশ করাতে হবে। ফলে রাজ্যসভায় শক্তি বাড়লে সুবিধাই হবে। এই দু’টি ‘বিতর্কিত’ বিল নিয়েই এখন সংসদীয় কমিটিতে আলোচনা চলছে।

সংসদের পরিসংখ্যান বলছে, চলতি বছরে ২২টি রাজ্য থেকে রাজ্যসভার ৭২টি আসনে নির্বাচন হবে। এনডিএ রাজ্যগুলিতে নিজের শক্তি অনুযায়ী আসন জিতে আসতে পারলে এনডিএ-র সাংসদ সংখ্যা রাজ্যসভায় ১৪৫-এ পৌঁছে যাবে। রাজ্যসভার মোট আসন সংখ্যা এখন ২৪৫। অন্য দিকে, ‘ইন্ডিয়া’ মঞ্চের সাংসদ সংখ্যা ৮০ থেকে কমে ৭৫-এ নেমে যাবে।

যেমন এপ্রিলে পশ্চিমবঙ্গেরযে পাঁচটি রাজ্যসভা আসনখালি হবে, তার মধ্যে একটিবিজেপি পাবে। সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। বিকাশের জায়গায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপির কেউ রাজ্যসভায় আসবেন। লোকসভার পরে এ বার রাজ্যসভাতেও পশ্চিমবঙ্গ থেকে সিপিএমের কোনও সাংসদ থাকবেন না। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, এনসিপি-র শরদ পওয়ার, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার চলতি বছরে রাজ্যসভার মেয়াদ ফুরোতে চলেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rajya Sabha NDA Rajya Sabha Election INDIA Block

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy