Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Election Commission

Municipal Election 2022: ১০৮ পুরসভায় নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশ ও জেলাপ্রশাসনের সঙ্গে বৈঠক কমিশনের

প্রচারের সময় থেকে আরম্ভ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে বৈঠকে।

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:১১
Share: Save:

রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতি কী ভাবে নির্বাচন পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে করল কমিশন। প্রচারের সময় থেকে আরম্ভ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে বৈঠকে।

বৈঠকে নির্বাচনের আগে প্রচার ৭২ ঘণ্টার পরিবর্তে ৪৮ ঘণ্টা আগে বন্ধ করা যায় কি-না, প্রচারের সময় এক ঘণ্টা বাড়ানো যায় কি-না, তা নিয়ে আলোচনা হয়েছে।

ভোটের আগে সীমান্ত এলাকা সিল করা, নাকা চেকিং বাড়ানো, দাগি আসামিদের উপর বিশেষ নজরদারি নির্দেশও হয়েছে কমিশনের তরফে। প্রচারে কোভিড বিধি কোথাও লঙ্ঘন হচ্ছে কি-না, সেটা খতিয়ে দেখতে হবে বলে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এর সঙ্গে ভোটের দিন সব বুথে কোভিড বিধি মেনে চলার ক্ষেত্রে কড়া নজরদারির বার্তা দেওয়া হয়েছে।

এ ছাড়া ভোটদের জন্য ভয়মুক্ত পরিবেশ করতে এলাকায় রুট মার্চ বাড়াতে হবে। নির্বাচনকে কেন্দ্রে করে কোনও অশান্তি তৈরি হলে রাজনৈতিক রং না দেখে দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ভাবেই যাতে কমিশনের ভাবমূর্তি নষ্ট না হয় সে দিকে নজর দেওয়ার জন্য পুলিশ ও জেলা প্রশাসনকে নজর দিতে নির্দেশ কমিশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE