E-Paper

স্কুল বন্ধ হচ্ছে না, এসএফআইকে আশ্বাস শিক্ষামন্ত্রীর

স্পিকার বিমানবাবুর বক্তব্য, ‘‘ভাল আলোচনা হয়েছে। শিক্ষা সংক্রান্ত বিষয় বলে শিক্ষামন্ত্রীকে ডেকে নিয়েছিলাম।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ০৬:০৭
picture of sfi leaders, bratya basu and biman banerjee.

বিধানসভায় স্পিকারের ঘরে শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএফআই নেতৃত্ব। নিজস্ব চিত্র।

সরকারি কোনও স্কুল বন্ধ করার পরিকল্পনা তাঁদের এখনও নেই বলে এসএফআই নেতৃত্বকে আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের 'ভঙ্গুর শিক্ষাব্যবস্থা'র পুনরুজ্জীবন এবং কলেজে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে সোমবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্যের সঙ্গে দেখা করেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য সভাপতি প্রতীক-উর রহমান এবং সংগঠনের অন্য নেতারা। এসএফআইয়ের গত শুক্রবারের বিধানসভা অভিযানের পরবর্তী পদক্ষেপ হিসেবেই এই বৈঠক। রাজ্য সরকার বেশ কয়েক হাজার স্কুল বন্ধ করতে চলেছে বলে যে চর্চা চলছে, স্পিকারের ঘরে আলোচনায় সেই প্রসঙ্গ উঠলে শিক্ষামন্ত্রী জানান, এমন কোনও পরিকল্পনা তাঁদের নেই। ছাত্র সংসদের নির্বাচন পঞ্চায়েত ভোটের পরে হবে বলেও ফের জানান তিনি। বৈঠকের পরে সৃজন বলেন, ‘‘স্কুল বন্ধ করা না হলে সেটা স্বস্তিদায়ক খবর। স্কুলছুটের সমস্যাও মোকাবিলা করতে হবে। তবে ছাত্র সংসদ নির্বাচনের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন হবে।’’ স্পিকার বিমানবাবুর বক্তব্য, ‘‘ভাল আলোচনা হয়েছে। শিক্ষা সংক্রান্ত বিষয় বলে শিক্ষামন্ত্রীকে ডেকে নিয়েছিলাম।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SFI Education

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy