প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকার নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার মহাডোল গ্রাম থেকে গ্রেফতার করা হয় অনিমেষ বক্সী নামে ওই যুবককে। সে কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। শুক্রবার তমলুক জেলা আদালতে তুলে ধৃতকে চারদিনের জন্য নিজেদের হেফাজতে চায় সিআইডি। বিচারক সে আবেদন মঞ্জুর করেন।
জানা গিয়েছে, স্কুল জীবন থেকেই পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল অনিমেষের। তারপর কলকাতায় পড়তে যায় সে। বেশ কিছুদিন আগে ওই তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা জানান।
গত ১৯ জুলাই তরুণীর বাবা কলকাতায় সাইবার সেলের আধিকারিকদের কাছে অভিযোগ জানান, তাঁর মেয়ের নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে অনিমেষ।