দলের সদস্য সংগ্রহের রাজনৈতিক কর্মসূচিতে এসে বিজেপি নেতা রাহুল সিংহ নেতা কর্মীদের নিয়ে ঢুকে পড়লেন স্কুলে। তখন স্কুলে টিফিন চলছিল। অনেক বহিরাগতদের দেখে হইহই করে জুটে যায় পড়ুয়ারা। হঠাতই শুরু হয় জয় শ্রী রাম স্লোগান। শোনা যায়, পড়ুয়ারা গলা মেলাচ্ছে স্লোগানে। শিক্ষকরা দৃশ্যতই বিব্রত হয়ে পড়েন। কেউ কেউ দু পা পিছিয়ে বারান্দা থেকে ঘরে ঢুকে যান। স্কুলের মাঠে দুটি মেহগনি গাছের চারা বোনার পরে বের হওয়ার পথে পড়ুয়াদের সঙ্গে নিয়ে ভারত মাতা কী জয় স্লোগান তোলেন জেলা বিজেপি নেতাও। পড়ুয়ারা তাতে গলা মেলায়। জলপাইগুড়ি বিবেকানন্দ পল্লিতে একই চত্বরে ধর্মপুর হাইস্কুল এবং বালাপাড়া তিস্তাচর প্রাথমিক স্কুল রয়েছে মঙ্গলবার সেখানেই গিয়েছিলেন রাহুল সিংহ।
তৃণমূলের অভিযোগ, বিজেপি শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়ুয়াদের নিয়ে রাজনীতি করছে। বিজেপি নেতারাই পড়ুয়াদের কানে কানে জয় শ্রী রাম বলার কথা শিখিয়ে দেন বলে অভিযোগ তৃণমূলের। রাজনৈতিক কর্মসূচিতে এসে কেন রাহুল সিংহ স্কুলে ঢুকলেন প্রশ্ন তৃণমূলের। জয় শ্রী রাম এবং ভারত মাতা কী... রাজনীতির সঙ্গে পরিচিত দুই স্লোগান কেন পড়ুয়াদের দিয়ে বলানো হল সে প্রশ্ন শিক্ষকদের একাংশেরও। স্কুল কর্তৃপক্ষই বা কি ভাবে বিজেপি নেতাদের মাঠে গাছ লাগানোর অনুমতি দিলেন তা নিয়েও
তদন্ত দাবি করেছেন তৃণমূল নেতারা। বিজেপি নেতা রাহুল সিংহ অবশ্য এতে দোষের কিছু দেখছেন না। তাঁর মন্তব্য, “দলের কর্মসূচিতেই রয়েছে সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে এলাকায় গাছ লাগাতে হবে। স্কুলে গাছ লাগানো সামাজিক কর্মসূচি ছিল। দলের পতাকা বাইরে রেখে আমরা স্কুলে ঢুকেছিলাম।” জয় শ্রী রাম স্লোগান প্রসঙ্গে রাহুল সিংহ বলেন, “আমরা কেউ স্কুলে স্লোগান দেইনি। জয় শ্রী রাম তো এখন ঘরে ঘরে। যত এই স্লোগান শুনে কেউ খেপবে, শিশুরা ততই বলবে।”