বর্ধমানে মাইক ছাড়াই সভা করতে হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলায় সভায় মাইক বাজানোর অনুমতি দিলেন না বর্ধমান উত্তরের মহকুমাশাসক। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিচারপতি অমৃতা সিংহ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। শুক্রবার সেই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে।
বর্ধমান উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস বৃহস্পতিবার মাইক-প্রসঙ্গের কথা জানান। তিনি বলেন, ‘‘পুলিশের কাছে সভায় মাইক বাজানোর অনুমতি চাওয়া হয়েছিল। পুলিশ ওই আবেদন মঙ্গলবার আমার কাছে পাঠায়। যে হেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আমি সভায় মাইক বাজানোর অনুমতি দিইনি। পুলিশকে বিষয়টি জানিয়ে দিয়েছি।’’ মহকুমাশাসক আরও বলেন, ‘‘মাইক ছাড়া সভা করতে হলে তা-ও লিখিত ভাবে জানাতে হবে।’’
এ প্রসঙ্গে মধ্যবঙ্গ আরএসএসের প্রান্ত প্রচার প্রমুখ সুশোভন মুখোপাধ্যায় বলেন, ‘‘সমাবেশের অনুমতি রয়েছে। কিন্তু সেখানে সাউন্ড সিস্টেম ব্যবহারের বিষয়ে প্রশাসনিক আপত্তি রয়েছে।” প্রশ্ন, তা হলে কি মাইক ছাড়াই স্বয়ংসেবকদের সমাবেশে বক্তৃতা করবেন ভাগবত? তালিতে সাইয়ের ময়দানের যা আকার, তাতে মাইক ছাড়া সমাবেশ আদৌ সম্ভব? এ ক্ষেত্রে সভাই বাতিল হয়ে যাবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সুশোভন অবশ্য জানান, সভা বাতিল করা বা মাইক ছাড়া সভা করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তই হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
আগামী ১৬ ফেব্রুয়ারি বর্ধমানের সাইয়ের মাঠে সভা করার কথা ভাগবতের। আরএসএস সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলার সঙ্ঘের সদস্যদের ওই সভায় যোগ দেওয়ার কথা। সেই মতো বৃহস্পতিবারই পূর্ব বর্ধমানে পৌঁছবেন ভাগবত। দু’দিন সঙ্ঘের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা সেরে ১৬ তারিখে সভা করার কথা তাঁর। তা নজরে রেখে সভার প্রস্তুতির কাজ জোর কদমে চলছে। মাঠ পরিষ্কার হয়ে গিয়েছে। মাঠের উত্তর দিকে একেবারে শেষ প্রান্তে মঞ্চের কাঠামো তৈরির কাজও শেষ। তার মধ্যেই প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল, সভায় মাইক বাজানো যাবে না।