যুক্তফ্রন্ট সরকারের আমলের শ্রম ও পূর্তমন্ত্রী তথা এসইউসি-র প্রথম কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোর সদস্য সুবোধ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত বক্তৃতা দলের তরফে বই আকারে প্রকাশ করা হল। ‘সুবোধ ব্যানার্জীর নির্বাচিত ভাষণ ও রচনা’ সংকলন প্রকাশ করেছেন এসইউসি-র পলিটব্যুরো সদস্য সৌমেন বসু। ছিলেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। বিধানসভায় প্রাক্তন মন্ত্রীর কিছু বক্তৃতা ছাড়াও শ্রমমন্ত্রী হিসাবে মে দিবসের যে ভাষণ তাঁকে আকাশবাণী কর্তৃপক্ষ পড়তে দেননি, সেটিও এই সংকলনে স্থান পেয়েছে। ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাতের ছবি-সহ তাঁর একটি সংক্ষিপ্ত জীবনী এবং তাঁর কিছু ইংরেজি রচনা সংকলিত হয়েছে বইটিতে। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বইটির মুখবন্ধ লিখেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)