Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Subrata Mukherjee

দল ছাড়তেই দীনেশকে ‘ভিন্‌ রাজ্যের বাসিন্দা’ বলে তকমা সুব্রতর

সুব্রতর মতে, ‘‘ভোট এলে কেউ কেউ এমন ভাবে চলে যান। আবার অনেকে যোগও দেন। নির্বাচনের আগে এগুলো আমাদের প্রাত্যহিক কাজের মতোই।’’

রায়নার সরস্বতী পুজোর অনুষ্ঠানে সুব্রত মুখোপাধ্যায়।

রায়নার সরস্বতী পুজোর অনুষ্ঠানে সুব্রত মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়না শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৯
Share: Save:

সাংসদপদ এবং তৃণমূল ছাড়ার পর দীনেশ ত্রিবেদীকে ‘ভিন্‌রাজ্যের বাসিন্দা’ বলে তকমা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর ভাষায়, ‘‘দীনেশ ত্রিবেদী চিরাচরিত ভাবে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের ঘরানার সঙ্গে যুক্ত নন।’’

রাজ্যে বিধানসভা ভোটের মুখে, শুক্রবার দীনেশের নাটকীয় প্রস্থানকে তেমন গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল। অন্তত দৃশ্যত সেই বার্তাই দেওয়া হচ্ছে দলের তরফে। শনিবার যেমন সুব্রত বললেন। এ দিন পূর্ব বর্ধমানের রায়নায় সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন সুব্রত। সেখানে বলেন, ‘‘দীনেশ ত্রিবেদী ধারাবাহিক ভাবে তৃণমূলের লোক ছিলেন না। উনি অন্য প্রদেশের লোক। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তার পর, উনি আমাদের দলে যোগ দিয়েছিলেন। তিনি সাংসদ এবং মন্ত্রীও হয়েছিলেন। গত লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর উনি হয়তো কিছু একটা ভেবে রেখেছিলেন।’’ সুব্রতর মতে, ‘‘ভোট এলে কেউ কেউ এমন ভাবে চলে যান। আবার অনেকে যোগও দেন। নির্বাচনের আগে এগুলো আমাদের প্রাত্যহিক কাজের মতোই।’’

বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করে শনিবার সুব্রত বলেন, ‘‘উড়ো জাহাজ-সহ অনেক কিছুই আসছে। তাতে যাঁরা আসছেন তাঁরা সকলেই আমাদের এখানে বিদেশি। বিদেশিরা আমাদের আক্রমণ করেছে ঠিকই, কিন্তু কোনও দিন জয়লাভ করতে পারেনি। এ বারেও পারবে না।’’ বামেদের সুব্রতর বার্তা, ‘‘গত লোকসভা নির্বাচনে ওদের ভোট বিজেপিতে গিয়েছিল। সে জন্য বিজেপি কয়েকটি সাংসদ পেয়ে গিয়েছে। সেই ভোট এ বার যদি ওদের কাছে ফিরে আসে, তাহলে আমরা খুশি হব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Subrata Mukherjee dinesh trivedi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE