শিক্ষক নিয়োগ-সহ রাজ্য সরকারের নানা স্তরে দুর্নীতি, জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, স্মার্ট মিটারের নামে বিদ্যুতের মাসুল বৃদ্ধি, সারের কালো বাজারির প্রতিবাদে এবং জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে রাজ্য জুড়ে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল এসইউসি। মহকুমা দফতরের সামনে ধর্না-বিক্ষোভের পাশাপাশি মহকুমা শাসকদের কাছে দাবিপত্র জমা দিয়েছেন এসইউসি প্রতিনিধিরা। শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, বহরমপুর, কল্যাণী, কৃষ্ণনগর সদর, সিউড়ি, শ্রীরামপুর, রামপুরহাট, চুঁচুড়া, বারাসাত, বারুইপুর, কাকদ্বীপ, ক্যানিং, ডায়মন্ডহারবার, বাঁকুড়া, পুরুলিয়া-সহ নানা জায়গাতেই বিক্ষোভ ও দাবিপত্র জমা দেওয়া হয়েছে। সংসদে ১৪৬ জন সাংসদকে নিলম্বিত (সাসপেন্ড) করার সিদ্ধান্তের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ হয়েছে ব্যারাকপুরে। এর পরে আগামী ৬ মার্চ একই দাবিতে কলকাতায় গণ-আইন অমান্যের ডাক দিয়েছে এসইউসি-র রাজ্য কমিটি৷
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)