Advertisement
০২ মে ২০২৪
SUCI

জেলায় জেলায় বিক্ষোভ এসইউসি-র

মহকুমা দফতরের সামনে ধর্না-বিক্ষোভের পাশাপাশি মহকুমা শাসকদের কাছে দাবিপত্র জমা দিয়েছেন এসইউসি প্রতিনি‌ধিরা।

suci

এসইউসি - র বিক্ষোভ। মহকুমা শাসকদের দফতর চত্বরে। —প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪ ০৮:৩১
Share: Save:

শিক্ষক নিয়োগ-সহ রাজ্য সরকারের নানা স্তরে দুর্নীতি, জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, স্মার্ট মিটারের নামে বিদ্যুতের মাসুল বৃদ্ধি, সারের কালো বাজারির প্রতিবাদে এবং জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে রাজ্য জুড়ে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল এসইউসি। মহকুমা দফতরের সামনে ধর্না-বিক্ষোভের পাশাপাশি মহকুমা শাসকদের কাছে দাবিপত্র জমা দিয়েছেন এসইউসি প্রতিনি‌ধিরা। শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, বহরমপুর, কল্যাণী, কৃষ্ণনগর সদর, সিউড়ি, শ্রীরামপুর, রামপুরহাট, চুঁচুড়া, বারাসাত, বারুইপুর, কাকদ্বীপ, ক্যানিং, ডায়মন্ডহারবার, বাঁকুড়া, পুরুলিয়া-সহ নানা জায়গাতেই বিক্ষোভ ও দাবিপত্র জমা দেওয়া হয়েছে। সংসদে ১৪৬ জন সাংসদকে নিলম্বিত (সাসপেন্ড) করার সিদ্ধান্তের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ হয়েছে ব্যারাকপুরে। এর পরে আগামী ৬ মার্চ একই দাবিতে কলকাতায় গণ-আইন অমান্যের ডাক দিয়েছে এসইউসি-র রাজ্য কমিটি৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SUCI West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE