প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুন হওয়ার দিনে আর জি কর-কাণ্ড থেকে আইন কলেজে গণধর্ষণের ঘটনার প্রেক্ষিতে ন্যায়-বিচার চেয়ে পথে নামল এসইউসি। দলের ডাকে শনিবার মহিলা নেতা-কর্মীরা গড়িয়াহাট মোড় থেকে কসবা থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছেন। কসবা থানার সামনে পুলিশ মিছিল আটকালে দু’পক্ষে ধস্তাধস্তি বাধে। থানার সামনেই রাস্তা অবরোধ করে ধিক্কার সভা করেছে এসইউসি। দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অনুরূপা দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল থানায় দাবিপত্রও দিয়েছে। ধিক্কার সভায় বক্তৃতা করেছেন সুজাতা বন্দ্যোপাধ্যায়, কল্পনা দত্ত, পার্বতী পাল, ইসমত আরা খাতুন প্রমুখ। বক্তাদের অভিযোগ, আর জি কর এবং আইন কলেজের দু’টি ঘটনাই শিক্ষা প্রতিষ্ঠানে শাসক দল তৃণমূল কংগ্রেসের হুমকি সংস্কৃতি এবং দুর্নীতি-চক্রের প্রতিফলন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)