Advertisement
E-Paper

এসইউসি-র বিক্ষোভ

এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ও রাজ্য সরকারের নানা ‘জনবিরোধী’ সিদ্ধান্তের প্রতিবাদে ১০ থেকে ৩০ সেপ্টেম্বর বাজারে বাজারে বিক্ষোভ হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৩
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

কেন্দ্র ও রাজ্য সরকারের নানা নীতির বিরুদ্ধে সেপ্টেম্বর জুড়ে প্রতিবাদে নামছে এসইউসি। রেলের বেসরকারিকরণের প্রতিবাদে কাল, বৃহস্পতিবার কলকাতা-সহ জেলায় জেলায় রেলের বিভিন্ন দফতরে বিক্ষোভ দেখাবে তারা। হকার ও পরিচারিকাদের নিয়ে নানা স্টেশনে বিক্ষোভ-সভাও হবে। এসইউসি-র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ও রাজ্য সরকারের নানা ‘জনবিরোধী’ সিদ্ধান্তের প্রতিবাদে ১০ থেকে ৩০ সেপ্টেম্বর বাজারে বাজারে বিক্ষোভ হবে। তার পরে ১ অক্টোবর রাজ্যের সব ব্লক অফিসে গণ-বিক্ষোভের ডাক দিয়েছে তারা। এ ছাড়াও মৈপীঠে এসইউসি নেতা সুধাংশু জানার হত্যায় অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ১৫ সেপ্টেম্বর রাজ্য জুড়ে ‘সংহতি দিবস’ পালন করবে তারা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy