শারদোৎসব উপলক্ষে বই প্রচারের মাধ্যমে ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধনী (এসআইআর), অপারেশন সিঁদুর নিয়ে বিজেপির ‘রাজনীতি’র বিরুদ্ধে সরব হওয়ার পরিকল্পনা করেছে এসইউসি। দলের তরফে প্রতি বারের মতো এ বারেও রাজ্য জুড়ে বইয়ের স্টল দেওয়া হবে। তারা জানিয়েছে, কলকাতায় ১৪৫টি-সহ রাজ্যে প্রায় ১১৫০টি স্টল দেওয়া হবে। দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের বিভিন্ন বইপত্র থাকবে সেখানে। বিশেষ করে জোর দেওয়া হবে এসআইআর-কে সামনে রেখে বিজেপির ‘বিভাজন ও ঘৃণার রাজনীতি’ এবং বাংলাভাষী গরিব মানুষের উপরে বিভিন্ন রাজ্যে ‘হামলা’ নিয়ে বর্তমান সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের বই বিক্রির উপরে। এ ছাড়াও, পহেলগাম থেকে অপারেশন সিঁদুরকে বিজেপি ভোট-স্বার্থে ব্যবহার করছে, এই মর্মে লেখা বই বিক্রিরও চেষ্টা করা হবে। পাশাপাশি, মাও জে দংয়ের ৫০তম প্রয়াণবার্ষিকীর শুরুতে তাঁর দর্শন নিয়ে প্রবন্ধের সঙ্কলন ‘সাম্যবাদী দৃষ্টিকোণ’ প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, গত বছরের তুলনায় এ বার ৫০টিরও বেশি বইয়ের স্টল দেওয়া হচ্ছে বলে জানিয়েছে এসইউসি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)