ছাত্রী-খুনের অভিযোগকে সামনে রেখে এবং রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বৃহস্পতিবার শহরে পথে নামল এসইউসি-র ছাত্র, যুব ও মহিলা সংগঠন। বীরভূমের একটি থানা এলাকার ওই ঘটনা সম্পর্কে এ দিন সরব হয়েছেন গণ-সংগঠনগুলির নেতৃত্ব। বিক্ষোভের পাশাপাশি হাজরা মোড়ে কিছুক্ষণ অবরোধও করা হয়েছে। ছিলেন মিজানুর রহমান, দেবু সাউ, অনন্যা নাইয়া, অপর্ণা মণ্ডল-সহ তিন সংগঠনের নেতৃত্ব। তাঁদের অভিযোগ, রাজ্যে ধর্ষণ ও খুনের ঘটনা বাড়ছে। কিন্তু সরকার ও প্রশাসন উপযুক্ত পদক্ষেপ করার বদলে অপরাধীদের প্রচ্ছন্ন মদত দিচ্ছে। এই পরিস্থিতিতে ন্যায়-বিচার অধরা থাকছে এবং অপরাধ-প্রবণতা বাড়ছে। এই সূত্র ধরেই আর জি কর-কাণ্ড, দক্ষিণ কলকাতার আইন কলেজের ঘটনার মতো বিভিন্ন জায়গার কথা তুলে ধরে দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছেন নেতৃত্ব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)