Advertisement
০৮ মে ২০২৪

তেজ কমেছে, দফায় দফায় জেরা সুদীপকে

নেত্রী বলেছিলেন বীরের মতো সিবিআইয়ের কাছে যেতে। সে ভাবেই এসেছিলেন সুদীপ। কিন্তু প্রথম দিনের সেই তেজ কোথায়! সিবিআইয়ের তদন্তকারীরা বলছেন, ক’দিনের জেরায় বেশ একটু ভেঙেই পড়ছেন রোজ ভ্যালি কাণ্ডে ধৃত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ০৩:২৫
Share: Save:

নেত্রী বলেছিলেন বীরের মতো সিবিআইয়ের কাছে যেতে। সে ভাবেই এসেছিলেন সুদীপ। কিন্তু প্রথম দিনের সেই তেজ কোথায়! সিবিআইয়ের তদন্তকারীরা বলছেন, ক’দিনের জেরায় বেশ একটু ভেঙেই পড়ছেন রোজ ভ্যালি কাণ্ডে ধৃত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সিবিআই সূত্রের খবর, শনিবারও কয়েক দফায় জেরা করা হয়েছে তাঁকে। রোজ ভ্যালির বিভিন্ন বৈঠক ও কর্মিসভায় তাঁর বক্তৃতার কিছু ভিডিও-ও দেখানো হয়েছে তাঁকে।

তদন্তকারীদের দাবি— ক্রমশ স্পষ্ট হচ্ছে, সাংসদ হিসেবে সুদীপ রোজ ভ্যালিকে নানা ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ২০০৩ সালে ওই সংস্থার বিরুদ্ধে সেবি নিষেধাজ্ঞা জারি করে। তার পরেও রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর হয়ে সেবি-র কর্তাদের কাছে দরবার করেন সুদীপ। তাঁর বক্তব্য ছিল, গৌতম উদ্যমী ব্যবসায়ী। প্রচুর কর্মসংস্থান করছেন।

সিবিআই গোয়েন্দারা জানিয়েছেন, ওই দরবারের প্রমাণ হিসাবে সেবি-র কিছু আধিকারিকের বয়ানও দেখানো হয়েছে সুদীপকে। তাঁদের দাবি, ওই সাংসদ শুধু যে সেবি-র কাছেই দরবার করেছেন তা নয়, রোজ ভ্যালির অন্যতম প্রতিযোগী সারদা বেআইনি ভাবে বাজার থেকে টাকা তুলছে বলেও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সেই চিঠির প্রতিলিপিও এ দিন সুদীপকে দেখানো হয়েছে বলে দাবি সিবিআই অফিসারদের।

সুদীপকে সোমবার আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে অভিযোগের নথিও পেশ করা হবে। তার আগে রবিবার তৃণমূলের এক দল নেতা ভুবনেশ্বরে তাঁর সঙ্গে দেখা করবেন। কয়েক জন দুঁদে আইনজীবীকেও নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।

এ দিন দুপুরের খাবার খেতে খেতে বিকেল সাড়ে তিনটে বেজে যায় সাংসদের। চেয়েছিলেন রুটি আর ফুলকপির তরকারি। তবে ঝালের চোটে পুরোটা খেতে পারেননি। সে সময় অনেক ক্ষণ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী নয়না। স্ত্রীই তাঁকে ওষুধ দেন। পরে নয়না জানান, এই ক’দিন তাঁকে যে ঘরে রাখা হয়েছিল, সেটি বদলানো হয়েছে। নয়নার দাবি— ‘‘সুদীপ আত্মবিশ্বাসী। কারণ, তিনি কোনও অন্যায় করেননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sudip Bandyopadhyay CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE