Advertisement
২৩ মে ২০২৪
State

সুদীপকে ৬ দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ আদালতের

৬ দিন সিবিআই হেফাজতে থাকতে হবে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বুধবার এই রায় দিয়েছে আদালত। জেরা করার জন্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ১২ দিন তাদের হেফাজতে রাখতে চেয়েছিল সিবিআই।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৭ ২০:২১
Share: Save:

৬ দিন সিবিআই হেফাজতে থাকতে হবে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। বুধবার এই রায় দিয়েছে আদালত। জেরা করার জন্য তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ১২ দিন তাদের হেফাজতে রাখতে চেয়েছিল সিবিআই।

ও দিকে, রোজভ্যালি কাণ্ডে শুধু নয়, সারদা কাণ্ডেও জড়িত সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ বার উঠে এল এমন অভিযোগও। সিবিআই-এর যে দলটি সারদা কাণ্ডের তদন্ত করছে, তাঁরাও এ বার তৃণমূলে লোকসভার দলনেতাকে জেরা করতে পারেন বলে সিবিআই সূত্রের খবর। সারদা কাণ্ডের তদন্ত শুরুর পর থেকে বেশ কয়েক বারই ওই বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যোগসূত্র থাকার কথা শোনা গিয়েছে। কিন্তু সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ না থাকায় সারদা কাণ্ডে তাঁকে গ্রেফতার করা যায়নি। রোজভ্যালি কাণ্ডে সিবিআই তাঁকে গ্রেফতার করার পর, সারদা কাণ্ডে তাঁকে জেরার করার রাস্তাও খুলে গেল সিবিআই-এর সামনে।

সিবিআই-এর দাবি, সারদাকাণ্ডের তদন্তের সময় অনেক বারই উঠেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছিল। সংস্থার বেশ কয়েক জন কর্মীকে জেরা করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সারদা যোগের কথা জানা গিয়েছিল। সারদা গোষ্ঠীর অন্যতম শীর্ষকর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়ের বয়ানেও নাকি উঠে এসেছিল এই তৃণমূল সাংসদের নাম। সিবিআই সূত্রের খবর, সারদা গোষ্ঠীর মিডল্যান্ড পার্ক অফিসে প্রায়শই যাতায়াত করতেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর বৈঠকও নাকি হত। দেবযানী মুখোপাধ্যায়ই এ সব কথা সিবিআই-কে জানিয়েছিলেন বলে খবর। কিন্তু সুদীপের সারদা যোগ সম্পর্কে যে তথ্য সিবিআই-এর হাতে পৌঁছেছিল, তা সুদীপকে গ্রেফতার করার জন্য নাকি যথেষ্ট ছিল না। সুদীপকে তলব করার আগে সারদা কাণ্ডের তদন্তকারীরা নাকি আরও কিছু তথ্যপ্রমাণ জোগাড়ের চেষ্টায় ছিলেন। কিন্তু রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় সিবিআই-এর হাতেই গ্রেফতার হয়ে যাওয়ায়, সারদা কাণ্ডের তদন্তকারীদের পক্ষেও সুদীপকে জেরা করা সহজ হয়ে গেল।

আরও পড়ুন- তৃণমূলের মিছিলে, অবরোধে বেহাল ছবি কলকাতা-সহ গোটা রাজ্যে

গতকালই রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। রোজভ্যালির সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়ে দফায় দফায় জেরা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তিনি সিবিআই হেফাজতে থাকাকালীন সারদা কাণ্ডের তদন্তকারী অফিসাররাও তাঁকে জেরা করবেন বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE