Advertisement
E-Paper

শাহজাহান কোথায়? বড় দাবি করে শুভেন্দু জানান অবস্থান, তৃণমূলের পাল্টা, ঠাকুর-অধিকারীর দ্বন্দ্ব!

শাহজাহান এখনও অন্তরালে। সোমবার তিনি আইনজীবী মারফত কলকাতা হাই কোর্টে আবেদন করেন, ইডি যে মামলা দায়ের করেছে, তাতে তিনি ‘পক্ষ’ হতে চান। মঙ্গলবার আবার সেই আবেদন প্রত্যাহার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৪ ১৭:৫৬
Suvendu Adhikari claimed to know the whereabouts of Sandeshkhali TMC leader Shahjahan Sheikh.

(বাঁ দিক থেকে) শান্তনু ঠাকুর, শাহজাহান, শুভেন্দু অধিকারী। গ্রাফিক: সনৎ সিংহ।

সন্দেশখালিতে ইডি আধিকারিক ও সংবাদমাধ্যমের কর্মীদের উপর শাহজাহান বাহিনীর হামলার পর ১১ দিন হয়ে গেলে‌ও শাহজাহান এখনও অধরা। কিন্তু এর মধ্যেই তৃণমূল নেতার সম্ভাব্য অবস্থান নিয়ে বড় জাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই দাবির সঙ্গে আবার মিলছে না তাঁরই দলের সাংসদ কয়েক দিন আগে শাহজাহানের অবস্থান নিয়ে যা বলেছিলেন। এ নিয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষও করেছে তৃণমূল।

মঙ্গলবার শুভেন্দু দাবি করেন, উত্তর ২৪ পরগনার সরবেড়িয়া থেকে ধামাখালির মধ্যে ভেড়ি এলাকায় শাহজাহানকে পুলিশি নিরাপত্তায় লুকিয়ে রাখা হয়েছে। বিরোধী দলনেতার কথায়, ‘‘পুলিশ ওকে পাহারা দিয়ে রেখেছে। কলকাতা হাই কোর্ট যদি সিবিআই বা এনআইএ-কে তদন্তভার না দেয়, তা হলে শাহজাহান অধরাই থেকে যাবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানে, কী ভাবে চুলের মুঠি ধরে বার করতে হয়।’’

কয়েক দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছিলেন, শাহজাহান মায়ানমার পালিয়ে গিয়েছেন। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দুকে পাল্টা বিঁধেছে তৃণমূল। শাসকদলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘‘সব কিছুতেই বিজেপির নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। শাহজাহান কোথায় আছেন তা নিয়ে শান্তনু ঠাকুর এক বলছেন, শুভেন্দু আর এক বলছেন। এক জন বিচারপতি আবার বললেন, বাংলাদেশ পালিয়ে গিয়েছেন শাহজাহান। ওঁরা আগে সবাই মিলে ঠিক করুন কী বলবেন।’’

শাহজাহান এখনও পর্যন্ত অন্তরালে। কিন্তু সোমবার তিনি আইনজীবী মারফত কলকাতা হাই কোর্টে আবেদন করেন, ইডি যে মামলা দায়ের করেছে, তাতে তিনি ‘পক্ষ’ হতে চান। মঙ্গলবার আবার সেই আবেদন প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার সকালে তৃণমূলের মুখপাত্রদের ‘আনুষ্ঠানিক’ প্যানেলভুক্ত ঋজু দত্ত এক্স (সাবেক টুইটার) পোস্টে দাবি করেছেন, শাহজানের গ্রেফতার এখন সময়ের অপেক্ষা! তিনি লিখেছেন, ‘‘শাহজাহানকে বঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা খুঁজছে, তাঁর গ্রেফতারি সময়ের অপেক্ষা। কিন্তু বিজেপির নেতারা যখন বড় বড় কথা বলে, আগে জবাব দিক— কেন বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে ৪১ কেজি গাঁজা পাওয়া গেল? আর শুভেন্দু, সুকান্ত ও দিলীপবাবুর ওর সঙ্গে কী সম্পর্ক?’’ শাসকদলের মুখপাত্র যখন বলছেন ‘শাহজাহানের গ্রেফতারি সময়ের অপেক্ষা’, তখন তা কি ‘ইঙ্গিতপূর্ণ’ নয়? আনন্দবাজার অনলাইনকে ঋজু বলেন, ‘‘রাজ্য পুলিশ ওঁকে খুঁজছে। কেন্দ্রীয় সংস্থা ওঁর বিরুদ্ধে হুলিয়া জারি করেছে। এটা তো স্বাভাবিক যে, আজ না হোক কাল শাহজাহানকে ধরা যাবেই!’’

ED Suvendu Adhikari Shahjahan Sheikh TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy