দু’দিন দিল্লিতে কাটিয়ে শুক্রবার গভীর রাতে কাঁথির বাড়িতে ফিরে এসেছেন শুভেন্দু অধিকারী। অমিত শাহর সঙ্গে কলকাতায় ফিরে এলেও মিডিয়ার নজর এড়িয়ে কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাত্রি প্রায় আড়াইটে নাগাদ বাড়ি পৌঁছন তিনি। এরপর শনিবারের রাজনৈতিক কর্মসূচি কীভাবে সম্পন্ন হবে, তা নিয়েই রাতভর প্রস্তুতি সেরেছেন শুভেন্দু। এমনটাই খবর তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে।
সূত্রের খবর, আজ, শনিবার মেদিনীপুরে অমিতের সভায় গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু। তাঁর সঙ্গেই বিজেপিতে যাওয়ার জন্য তৈরি উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি, হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। তবে আর কোনও বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। শুভেন্দু ছাড়া অন্য কোনও জেলাস্তরের নেতা শনিবার দল বদলের মঞ্চে সামিল হবেন না বলেই খবর।
শুভেন্দু অনুগামীদের দাবি, তাঁরা শুভেন্দুর নির্দেশ মতোই পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লক থেকে একাধিক গাড়িতে সমর্থকদের নিয়ে বেরিয়ে পড়েছেন। অনেকে আবার শুক্রবারই মেদিনীপুরের আশপাশে পৌঁছে গিয়েছেন। তবে আশঙ্কা রয়েছে, শনিবার শুভেন্দু বা তাঁর অনুগামীদের গাড়ি মেদিনীপুরের যাওয়ার পথে আক্রান্ত হতে পারে। এই বিষয়ে পুরো সতর্ক থাকছেন শুভেন্দু নিজেও।