বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রচারসভায় গিয়ে এমন মন্তব্য করতেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হেরে যাওয়ার পর তিনি সেই মন্তব্যই ঘুরিয়েফিরিয়ে পোস্ট করলেন ফেসবুকে। শুভেন্দু লেখেন, ‘দেশদ্রোহীদের জোর কা ঝটকা/ পাকিস্তানের হারে ফাটছে পটকা।’
বৃহস্পতিবার ছিল টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে বাবর আজমের দল ৫ উইকেটে হেরে যায়। ফেসবুকে শুভেন্দুর পোস্ট ভেসে ওঠে তার কিছু ক্ষণের মধ্যেই। দু’ছত্র ছড়া-সহ শুভেন্দু সেখানে লিখেছেন, ‘ভারত পাকিস্তানের ম্যাচে ভারতের হারে যারা পটকা ফাটিয়েছিল, উল্লাস করেছিল, আজ সেইসব দেশদ্রোহীদের জন্য কালো দিন। অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হার আজ তাদের মুখে ঝামা ঘসে দিল।’ ফেসবুকের ওই পোস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমকে আলাদা করে অভিনন্দনও জানান শুভেন্দু।