পিছিয়ে দেওয়া হোক ‘খেলা হবে দিবস’। এমনই দাবি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দু-সহ সনাতন সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রতিনিধিরা রাজভবনে যান। সেখানে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি জানিয়েছেন তাঁরা।
শুভেন্দু বলেন, ‘‘আমি ৪০টির মতো সনাতন সংস্কৃতির সঙ্গে যুক্ত সংগঠনকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলাম। আমরা রাজ্যপালের কাছে বলেছি ১৬ অগস্ট দিনটিতে খেলা হবে দিবস পালন করলে বাঙালি ও সনাতন সংস্কৃতিতে বিশ্বাসী মানুষের ক্ষতে নুনের ছিটে দেওয়া হবে। সরকার হয়ত তাদের সিদ্ধান্ত নিয়ে অতটা গুরুত্ব দিয়ে ভাবেনি’’ তিনি আরও জানান, রাজ্যপালকে তাঁরা অনুরোধ করেছেন, যাতে তিনি খেলা হবে দিবসের তারিখ পরিবর্তনের জন্য রাজ্য সরকারকে পরামর্শ দেন। শুভেন্দি বলেন,‘‘সরকার খেলা হবে দিবস পালন করুক। তারা তো রোজই খেলছেন। খেলা নিয়ে আমাদের আপত্তি নেই। বাগনানেও খেলা হয়েছে। ওইদিন ১৯৪৬ সালে কী ঘটেছিল তা সবার জানা। তাই এই দিনটিতে খেলা না করাই ভাল।’’