প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক জন বার্লার বিরুদ্ধে মানহানির মামলায় নোটিস দিয়ে ফৌজদারি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি ছেড়ে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বার্লা। নতুন দলে গিয়েই বিরোধী দলনেতার বিরুদ্ধে তোপ দাগেন বার্লা। তাঁকে কাজে বাধা দেওয়া, কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে তৈরি হাসপাতাল করতে না দেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন বার্লা।
পাল্টা শুক্রবার আইনজীবী সূর্যনীল দাসের মাধ্যমে বার্লাকে আইনি নোটিস পাঠিয়েছেন বিরোধী দলনেতা। সেই নোটিস সমাজ মাধ্যমে পোস্ট করে শুভেন্দু লিখেছেন, নিজের বক্তব্যের জন্য বার্লাকে ৭ দিনের মধ্যে তাঁর কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সেই ক্ষমাপ্রার্থনা সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে এবং ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে (শুভেন্দু) কোনও মানহানিকর কিংবা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা যাবে না। অন্যথায় তিনি দেওয়ানি ও ফৌজদারি আইনে পদক্ষেপ করবেন। এই প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, “দল পুনরায় ওঁকে (বার্লা) মনোনয়ন না দেওয়ায় উনি দল বদল করে চোরের দলে নাম লিখিয়েছেন। দলের মালিককে খুশি করতে কোনও প্রমাণ ছাড়া আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন। তৃণমূলের পরামর্শদাতা সংস্থার লিখে দেওয়া চিত্রনাট্য মুখস্থ করে করে সর্বসমক্ষে আউড়েছেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)