প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের উপর নির্মিত প্রস্তাবিত ট্যাবলো খারিজ বিতর্কে এ বার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওই জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার প্রস্তাবিত নেতাজির জীবন সম্বলিত ট্যাবলো কেন বাদ গিয়েছে, জনস্বার্থ মামলায় সেই বিষয়ে কেন্দ্রকে জবাবদিহি করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, আগামী ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলো অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে। আগামী সপ্তাহে ওই জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।