এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জ গঠনের অনুমতি দিতে রাজ্য সরকারকে সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আজ, মঙ্গলবারের মধ্যে এ ব্যাপারে নিজের অবস্থান জানাতে হবে রাজ্যকে। এই সিদ্ধান্ত নিতে কেন এত দিন সময় লাগছে সেই প্রশ্নও তুলেছে কোর্ট।
রাজ্যের উদ্দেশে বিচারপতি বসাকের পর্যবেক্ষণ, হয় অনুমতি দিতে হবে অথবা খারিজ করতে হবে। অনন্তকাল এ নিয়ে সময় নষ্ট করা যাবে না। প্রসঙ্গত, সিবিআই চার্জশিট দিলেও রাজ্য সরকার দুর্নীতি দমন আইনের ধারার ব্যাপারে অনুমতি না দেওয়ায় নিম্ন আদালতে চার্জ গঠন করা যাচ্ছে না বলে বার বার অভিযোগ উঠেছে। যদিও রাজ্যের তরফে যুক্তি ছিল, আদালতের নির্দেশে তদন্ত হওয়ায় রাজ্যের অনুমোদনের প্রয়োজন নেই। অভিযোগ, সে কথা রাজ্যের তরফে কোর্টে লিখিত ভাবে কখনও বলা হয়নি।
এ দিন মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফার প্রসঙ্গও তুলে আনেন আইনজীবী, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সিপিএম সাংসদ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সওয়ালের মধ্যেই তিনি বলতে থাকেন, যে বিচারপতি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) এই নির্দেশ দিয়েছেন, তাঁর রাজনৈতিক উদ্দেশ্য আছে। মামলা খারিজ করা হোক। যদিও ডিভিশন বেঞ্চ সেই কথায় কার্যত আমল দেয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)