স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সমস্যা কাটাতে হেল্পলাইন নম্বর চালু করল শিক্ষা দফতর। মঙ্গলবার বিধানসভায় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রশ্নের জবাবে এই উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ছাত্রছাত্রীরা ক্রেডিট কার্ড না পেলে হেল্পলাইন নম্বর ১৮০০১০২৮০১৪-এ ফোন করে তাঁদের সমস্যার কথা জানালে তার সমাধান করা হবে। পাশাপাশি একটি ইমেল ঠিকানাও দেওয়া হয়েছে। সেখানেও স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে অভিযোগ জানালেও সুফল পাবেন ছাত্রছাত্রীরা। wbsec@gmail.com এ অভিযোগ জানালে ব্যবস্থা নেবে শিক্ষা দফতর।