নিউ টাউনে নগরজীবনের উন্নয়নের পরিকল্পনাকারী কমিটির প্রথম বৈঠক হল বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত মাসে ওই কমিটি তৈরি হয়েছে। তাতে হিডকো, এনকেডিএ, পুলিশ-সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা রয়েছেন। নিউ টাউনের বাসিন্দা হিসাবে আছেন প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত ও এক সাংবাদিক। সব্যসাচী জানান, কমিটি শুধু সুপারিশ করতে পারবে। কাজ করবে হিডকো বা এনকেডিএ। আগামী সোমবার থেকে নিউ টাউনের হিডকো ভবনে কমিটির জন্য একটি আলাদা ঘর খোলা হবে। নাগরিকেরা যে কোনও সমস্যা নিয়ে সেখানে যেতে পারবেন।
সব্যসাচী জানান, কমিটিও কিছু পরিকল্পনা করে হিডকো, এনকেডিএ বা পুলিশকে জানাবে। গুরুত্ব বিবেচনা করে সংস্থাগুলি তা বাস্তবায়িত করবে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)