তিনটি জনস্বার্থমূলক প্রকল্প ছাড়া কলকাতার গঙ্গাতীরে বাকি প্রকল্প স্থগিত রাখার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চ। এর আগেই মুদিয়ালি থেকে দক্ষিণেশ্বর এবং নাজিরগঞ্জ থেকে বালিঘাট পর্যন্ত গঙ্গাতীরের সব প্রকল্পে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র এ দিন আদালতে জানান, তাঁরা বেশ কয়েকটি জনস্বার্থমূলক প্রকল্প নিয়েছেন। কিন্তু আদালতের নির্দেশে সেগুলির কাজ স্থগিত হয়ে গিয়েছে। ওই আবেদনের ভিত্তিতেই বালির জলপ্র কল্প, নিমতলা ঘাটে বৈদ্যুতিক চুল্লির আধুনিকীকরণ ও বৈদ্যুতিক চুল্লির প্রকল্পে অনুমোদন দিয়েছে আদালত।