রাজ্য জুড়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মোট ৮ লক্ষ ৩০ হাজার ৮৪৯ জন ছাত্রছাত্রী এসএফআই-এর সদস্যপদ নিয়েছেন। শিক্ষাবর্ষের শেষ দিনে সংগঠনের তরফে তথ্য দিয়ে এই দাবি করা হয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, সভাপতি প্রণয় কার্য্যীদের বক্তব্য, কেন্দ্রীয় জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ধারাবাহিক ভাবে লড়াই চালিয়েছে এসএফআই। তাঁদের অভিযোগ, মুখে বিরোধিতা করলেও, রাজ্যও কার্যত সেই নীতিই মেনে চলছে। সেই সঙ্গে রয়েছে রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রের ‘দুর্নীতি’। এই প্রেক্ষিতে তাঁদের লড়াইয়ের জন্যই এসএফআই-এর প্রতি ছাত্রছাত্রীরা আকৃষ্ট হয়েছেন বলে দাবি। এসএফআই নেতৃত্ব লোকসভা ভোটে বিজেপি, তৃণমূলকে হারানোর ডাকও দিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)