Advertisement
০২ মে ২০২৪

সমর্থন প্রকল্পের সাফল্য ঘিরে প্রশ্ন

এ দিন বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্র আগামী অর্থবর্ষের (২০১৮-’১৯) যে বাজেট পেশ করেছেন, তাতে বলা হয়েছে ২০১৭ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ১৫ হাজার ৬১৮ জন এই প্রকল্পে আর্থিক সহায়তা নিয়েছেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৩০
Share: Save:

নোটবন্দির কারণে কাজ হারিয়ে বাংলায় ফিরে এসেছেন, রাজ্যের এমন দক্ষ কারিগরদের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করতে ‘সমর্থন
প্রকল্প’ চালু করেছিল রাজ্য সরকার। ২০১৭-’১৮ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার কারিগরকে ৫০ হাজার টাকা করে এককালীন আর্থি ক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। কিন্তু বুধবার বিধানসভায় পেশ হওয়া বাজেটে এই প্রকল্পের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে বিরোধী নেতাদের একাংশ মনে করছেন, এতে খুব একটা সাড়া মেলেনি।

এ দিন বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্র আগামী অর্থবর্ষের (২০১৮-’১৯) যে বাজেট পেশ করেছেন, তাতে বলা হয়েছে ২০১৭ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ১৫ হাজার ৬১৮ জন এই প্রকল্পে আর্থিক সহায়তা নিয়েছেন। রাজ্যের খরচ হয়েছে ৭৮.০৯ কোটি টাকা। এই খাতে গত বাজেটে ২৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। যদিও বাজেট পেশের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ দিন পর্যন্ত যত মানুষ এই প্রকল্পের সুবিধা নিয়েছেন, তাঁদের সংখ্যা ১৮ হাজার হয়ে যাবে।

কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সমর্থন প্রকল্পে প্রথম ধাপেই রাজ্য সরকার বিপুল টাকা বরাদ্দ করেছিল। ওই সময়ে বলা হয়েছিল হাজার হাজার মানুষ কাজ হারিয়ে রাজ্যে ফিরে এসেছেন। তবে কী এ রাজ্যে নোটবন্দির কারণে সে রকম কিছু হয়নি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE