হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া - সহ রাজ্যের কিছু জায়গায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে রাস্তায় নামল বামফ্রন্ট। বিভাজনের বিরোধিতায় ও সম্প্রীতির ডাক দিয়ে শনিবার মিছিল হল পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত। কলকাতা জেলা বামফ্রন্টের উদ্যোগে ওই মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। সম্প্রীতির আহ্বান জানিয়েই আজ, রবিবার হুগলির কোন্নগর থেকে শুরু হবে বামেদের পদযাত্রা, যা পরের দিন ঢুকবে হাওড়ায়।
বামফ্রন্টের বাইরে সিপিআই ( এম - এল) লিবারেশন, এসইউসি -র মতো বাম দলগুলিরও ওই পদযাত্রায় যোগ দেওয়ার কথা। এসইউসি - র রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এ দিন বিবৃতিতে বলেছেন, " রাজ্যে সম্প্রীতির পরিবেশ রক্ষা করা এখন অত্যন্ত জরুরি। এই পরিপ্রেক্ষিতে বামপন্থী দলগুলোর উদ্যোগে যে শান্তি ও সম্প্রীতি মিছিল সংগঠিত হবে, তাতে সমস্ত স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। "
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)