শিয়ালদহ স্টেশনে ব্যস্ত সময়ে ভিড় নিয়ন্ত্রণে রাখা ছাড়াও শহরতলির বিভিন্ন গন্তব্যের ট্রেন ছাড়া নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি এড়াতে বিভিন্ন শাখার ট্রেনের জন্য প্ল্যাটফর্ম নির্দিষ্ট করার প্রক্রিয়া শুরু করল রেল। বিভিন্ন শাখার যাত্রীদের এলোমেলো ভাবে নানা দিকে ছোটাছুটি করার প্রবণতা কমিয়ে নির্দিষ্ট শাখার যাত্রীদের স্টেশনের নির্দিষ্ট অংশ দিয়ে যাতায়াতের ব্যবস্থা করতেই ওই উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেল সূত্রের খবর।
এর আগে বিভ্রান্তি কমাতে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মের নম্বর পরিবর্তন করে পর পর নম্বর দেওয়া হয়েছে। এ বার পরের ধাপে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মকে মূলতশিয়ালদহ মেন শাখার জন্য ব্যবহার করার কথা ভাবা হয়েছে। ওই সব প্ল্যাটফর্ম থেকে মূলত কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, কল্যাণী সীমান্ত, রানাঘাট, নৈহাটি এবং ব্যারাকপুরের ট্রেন ছাড়বে। ৫ থেকে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে দক্ষিণেশ্বর, ডানকুনি, বারুইপাড়া শাখার ট্রেন ছাড়বে। ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্ম নির্দিষ্ট করা হচ্ছে বনগাঁ শাখার ট্রেনের জন্য। ডানকুনি শাখারট্রেনের ব্যবধান বেশি এবং যাত্রী-সংখ্যা কম হওয়ায় ওই সব প্ল্যাটফর্মের একাংশ বনগাঁ শাখার জন্য ব্যবহার করা হবে।প্ল্যাটফর্ম নম্বর ৯, ১১ এবং ১৪ নির্দিষ্ট ভাবে দূরপাল্লার ট্রেনের জন্যই ব্যবহার হবে। এ ছাড়াও, আগের মতোই ১৫ থেকে ২১ নম্বর প্ল্যাটফর্ম দক্ষিণ শাখার জন্য ব্যবহার হবে।মূলত মেন এবং উত্তর শাখার ট্রেনের যাত্রীদের আলাদা করার জন্যই ওই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে রেল সূত্রের খবর।
রেল সূত্রের খবর, শিয়ালদহ স্টেশন থেকে দৈনিক যত লোকাল ট্রেন চলে, তার বড় অংশই মেন ও উত্তরশাখার। রেলের আধিকারিকদের দাবি, প্ল্যাটফর্ম নির্ধারিত করে দেওয়া গেলে যাত্রীদের ট্রেন ধরতে গিয়ে ছোটাছুটির মুহূর্তে মুখোমুখি সংঘাতের আশঙ্কা কমবে।পাশাপাশি, ভবিষ্যতের কথা মাথায় রেখে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে উন্নত করতে চায় রেল। যাতে সল্টলেক, নিউ টাউন, দমদম, ভি আই পি রোডের যাত্রীদের কাছে ওই স্টেশনের গুরুত্ব বাড়ে। পাশাপাশি, বিধাননগর রোড স্টেশন থেকেবিশেষ ট্রেন চালিয়ে ওই স্টেশন থেকে সন্ধ্যার ব্যস্ত সময়ে ভিড় কমানোর কথাও ভাবা হয়েছে। ওই স্টেশন থেকে হকার তুলে দেওয়াও ওই পরিকল্পনার অঙ্গ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)