Advertisement
০৬ মে ২০২৪
Vande Bharat Express

বন্দে ভারতকাণ্ডে বিহারে গ্রেফতার তিন নাবালক, জেরায় দাবি, ‘মজা করে পাথর ছুড়েছি ট্রেনে’

বৃহস্পতিবার পূর্ব রেল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে জানিয়েছে, বাংলা নয়, বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে। চিহ্নিত করা হয় চার অভিযুক্তকেও।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ ২০:০৩
Share: Save:

বন্দে ভারত এক্সপ্রেসে মঙ্গলবার পাথর ছোড়ার ঘটনায় বিহারের কিসানগঞ্জ থেকে গ্রেফতার ৩ নাবালক। কিসানগঞ্জের পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে। কাটিহারের জুভেনাইল আদালতে তাদের হাজির করানো হয় তিন অভিযুক্তকে।

বৃহস্পতিবার পূর্ব রেল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে জানিয়েছে, বাংলা নয়, বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বিহার থেকে। চিহ্নিত করা হয় চার অভিযুক্তকেও। পরে রেলের কাটিহার শাখার তরফে জানা যায়, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় প্রথমে ৪ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়। এক জন পালিয়ে গিয়েছে বলেই দাবি রেল সূত্রে। ধৃতেরা সকলেই কিসানগঞ্জের পোঠিয়া থানার নিমলা গ্রামের বাসিন্দা। বয়স চোদ্দর মধ্যে। ট্রেনে পাথর ছোড়ার ঘটনার পর আরপিএফের পক্ষ থেকে অমিতকুমার বর্মা পোঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

কিসানগঞ্জের পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ নিমলা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল বন্দে ভারত। সেই সময়েই অভিযুক্তেরা পাথর ছোড়ে। তাতে সি৬ কামরা ক্ষতিগ্রস্ত হয়। ধৃতেরা জেরায় জানিয়েছে, ‘মজা করার’ জন্যই ট্রেনে পাথর ছুড়েছিল তারা।

কিসানগঞ্জের এসডিপিও আনোয়ার জাভেদ বলেন, ‘‘তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য এক জনের খোঁজ চলছে। যে হেতু ধৃতেরা নাবালক, তাই তাদের জুভেনাইল কোর্টে হাজির করানো হবে।’’

বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর সোমবার এবং মঙ্গলবার পর পর দু’দিন ওই ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তবে বৃহস্পতিবার যাদের চিহ্নিত করা হয়েছে, তারা মঙ্গলবার বন্দে ভারতে পাথর ছুড়েছিল বলে জানিয়েছেন শিলিগুড়ি জিআরপির এসপি এস সেলভামুরুগান। তিনি জানান, সোমবারের ঘটনায় এখনও কাউকে চিহ্নিত করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vande Bharat Express
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE