Advertisement
১১ মে ২০২৪
weather

Thunder squall: কলকাতা-সহ বেশ কিছু জেলায় প্রবল ঝড়বৃষ্টি, রবিবারও কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস

জাতীয় গ্রন্থাগারের কাছে রাস্তায় গাছ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা।

ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৭:০৪
Share: Save:

শনিবার বিকেলে কালবৈশাখীর দাপটে ভিজল কলকাতা। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বিকেল থেকেই আকাশ কালো করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। ইতিমধ্যেই শহরের বেশ কয়েকটি এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছে। প্রবল বৃষ্টির জেরে রাজপথে ব্যাপক যানজট। বিঘ্নিত হয়েছে মেট্রো চলাচলও।

জাতীয় গ্রন্থাগারের কাছে রাস্তায় গাছ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। শুধু কলকাতা ও শহরতলিই নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। হাওয়ার দাপটে বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়েছে। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

রবিবারও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

weather
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE