দক্ষিণবঙ্গের ছয় জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় ধেয়ে আসার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বীরভূম, বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, কলকাতাতেও অল্পস্বল্প ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কিছুদিন ধরেই চড়চড় করে বাড়ছিল তাপমাত্রার পারদ। এ বার কি তার থেকে কিছুটা রেহাই মিলবে? আশা দেখছে রাজ্যবাসী।
আরও পড়ুন: আইনস্টাইনের ‘মান’ বাঁচালেন বারাসতের ছেলে!