সাংসদ-বিধায়কদের বাড়ি বাড়ি পাঠানোর কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচিকে একেবারে ‘নির্ভেজাল’ করতে নজরদারির ব্যবস্থাও রাখছেন দলীয় নেতৃত্ব। দলীয় নেতাদের সঙ্গে আলাদা প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী সোমবার রাজ্যব্যাপী এই বড় রকমের জনসংযোগ কর্মসূচি করতে পারে তৃণমূল। দলীয় সূত্রে খবর, নজরুল মঞ্চে ডাকা সভায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি ঘোষণা করবেন।
এই কর্মসূচিতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা কে পেয়েছেন আর কে পাননি এবং কেন পাননি, মূলত তা যাচাই করার পরিকল্পনা করা হয়েছে। সে ক্ষেত্রে তথ্যে ‘জল’ থাকলে দলের রাজনৈতিক প্রচার বা সরকারের দিক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই এই নজরদারির কথা ভাবা হয়েছে।
এই কর্মসূচিতে সাংসদ, বিধায়ক সহ আরও কয়েকটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি ঘুরে সরকারি প্রকল্প সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলা হচ্ছে। তাই এই নজরদারির পাশাপাশি সংগৃহীত তথ্যের দায়বদ্ধতা নিশ্চিত করতে প্রতিটি রিপোর্টে সংগ্রহকারীর স্বাক্ষরও আবশ্যিক করে দেওয়া হয়েছে দলের তরফে।
আজ ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি থেকেই পুরোপুরি রাজনৈতিক কাজে পা রাখছে তৃণমূল। গোটা জানুয়ারি মাস জুড়ে সাধারণতন্ত্র দিবস, মনীষীদের জন্মদিন, মোহনদাস কর্মচন্দ গান্ধীর তিরোধান দিবস পালনের পাশাপাশি এই জনসংযোগ কর্মসূচিও শুরু করে দিচ্ছে তারা। ইতিমধ্যেই সাংসদ ও বিধায়কদের কাছ থেকে ২০ দিন সময় আলাদা করে চেয়ে নেওয়া হয়েছে। দুই দফায় ওই ২০ দিনে তাঁরা বাড়ি বাড়ি যাবেন।