মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘অবমাননাকর’ পোস্ট করার অভিযোগে ফের এক বার আইনজীবী কৌস্তভ বাগচীর নামে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ল। পুলিশ সূত্রে খবর, টালিগঞ্জ থানায় একটি অভিযোগ হয়েছে তাঁর নামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের সভার পরে তাঁর ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ এনে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কিছু মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা হিসেবে কৌস্তভ সমাজ মাধ্যমে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক, প্রয়াত দীপক ঘোষের লেখা বইয়ের দু’টি পাতা পোস্ট করেছিলেন। তার প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এর আগে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা একই কাজ করেছিলেন কৌস্তভ। সেই সময় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরের দিন অবশ্য হাইকোর্ট থেকে তিনি জামিন পান। কৌস্তভ এ দিনের ঘটনার প্রেক্ষিতে বলেছেন, ‘‘এর আগেও মাঝরাতে পুলিশ এসে আমায় গ্রেফতার করে। এ বারেও হয়তো তা-ই করবে। আমি প্রস্তুত আছি। তবে মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে লড়াই করবেন। তাঁর আগে তিনি আমার প্রশ্নের উত্তরগুলো দিন!’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)