এ রাজ্যে অ্যাসিড-আক্রান্তদের ক্ষতিপূরণের পরিমাণ তিন লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল তৃণমূল সরকার। তাদের আশ্বাস, কিছু ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে এ কথা জানান। বিচারপতি দত্ত সপ্তাহখানেক আগে সরকারকে নির্দেশ দিয়েছিলেন, অ্যাসিড-হানায় আক্রান্তদের ক্ষতিপূরণ, চিকিৎসার খরচ, পুনর্বাসন ও প্রতিবন্ধকতার শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের পরিকল্পনা কী, ১০ মার্চ আদালতে তা জানাতে হবে রাজ্যকে। এজি এ দিন আদালতে জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে, ১৪ বছর বা তার কম বয়সের অ্যাসিড-আক্রান্তদের ন্যূনতম ক্ষতিপূরণ তিন লক্ষ টাকার উপরে ৫০ শতাংশ বেশি দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই ধরনের আক্রান্তদের জন্য ২০০ কোটি টাকার তহবিল গড়েছে বলে এজি আদালতে জানান। তিনি বলেন, ওই খাতে এ রাজ্যের জন্য কেন্দ্রীয় বরাদ্দ সাড়ে ১২কোটি টাকা।