Advertisement
০৪ মে ২০২৪

মতুয়া ভোট ফেরাতে এ বার ঠাকুরবাড়ির বাইরে তৃণমূল

দীর্ঘ দিন মতুয়া ভোটে একচেটিয়া নিয়ন্ত্রণ থাকলেও গত পঞ্চায়েত নির্বাচনেই তাতে ভাগ বসিয়েছে বিজেপি।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ ০৩:১৮
Share: Save:

মতুয়া ভোটের ভরকেন্দ্র আর শুধু ঠাকুরবাড়ির হাতেই রাখতে চাইছে না তৃণমূল। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে রবিবার এই লক্ষ্যে নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় নেতাদের সঙ্গে বিধায়ক ও সক্রিয় সংগঠকদের রেখে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

দীর্ঘ দিন মতুয়া ভোটে একচেটিয়া নিয়ন্ত্রণ থাকলেও গত পঞ্চায়েত নির্বাচনেই তাতে ভাগ বসিয়েছে বিজেপি। শুধু তা-ই নয়, লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্র জিতে তৃণমূলকে ধাক্কাও দিয়েছে। তাই বনগাঁ পুনরুদ্ধারে ২৫ জনের একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল। কোর কমিটির বৈঠকে এ দিন বনগাঁ লোকসভা আসনের সাংগঠনিক বিষয়ে নিজেদের ত্রুটি-বিচ্যুতি নিয়ে নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ সৌগত রায়। বৈঠকে জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানান, বনগাঁ লোকসভা আসনের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলির দলীয় বিধায়ক ছাড়াও গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে এই কমিটি ‘স্বাধীন ভাবে’ কাজ করবে। সাতটি বিধানসভা অঞ্চলে এনআরসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি নিতে বলা হয়েছে ওই কমিটিকে। ঠাকুরবাড়ির সদস্য তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা এই কমিটিতে থাকলেও তাঁর হাতে আর মতুয়া ভোট উদ্ধারের দায়িত্ব ছেড়ে রাখতে চাইছে না তৃণমূল।

একই ভাবে বিজেপির হাতে থাকা ব্যারাকপুর লোকসভা আসনেও এই রকম একটি কমিটি তৈরি করা হয়েছে। দলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী, বিধায়ক নির্মল ঘোষ ও পার্থ ভৌমিকদের নেতৃত্বে এই কমিটিতেও সব অঞ্চলের সংগঠক-প্রতিনিধি রাখতে বলা হয়েছে। জ্যোতিপ্রিয়বাবু বলেন, ‘‘জেলায় কিছু জায়গায় আমাদের ঘাটতি রয়েছে। তবে তা উদ্ধারের সব চেষ্টা শুরু করা হয়েছে। এই জোড়া কমিটির হাতে ধরেই ফিরবে দুই কেন্দ্র।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Motua
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE