সরকার ও দলে একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দায়িত্ব বাড়াল তৃণমূল কংগ্রেস। দলের ‘লিগ্যাল সেল’-এর চেয়ারপার্সন করা হল এই আইনজীবী-নেত্রীকে। এই দায়িত্ব এত দিন ছিল রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের। তাঁকে সরিয়েই চন্দ্রিমাকে এই পদে আনা হয়েছে। দল ও প্রশাসনের আইনি বিষয় দেখা ও আদালতের কাজে সমন্বয় নিয়ে তৃণমূলের অন্দরে সমস্যা অনেক দিনের। বিভিন্ন সময়ে এ সব আলোচনা প্রকাশ্যেও চলে এসেছে। শাসক শিবির সূত্রের ব্যাখ্যা, সে কথা মাথায় রেখেই এই রদবদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনমন্ত্রীর দায়িত্ব কমিয়ে দেওয়ার বিষয়টিও রাজনৈতিক শিবিরের নজর এড়ায়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)