Advertisement
E-Paper

নির্যাতিতার মা-বাবাকে ‘একঘরে’ করেছে তৃণমূল! জবাবে পানিহাটি জুড়ে বিজেপি বিধায়কদের নিয়ে কনভেনশন করবেন শুভেন্দু

শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আরজি করে নির্যাতিতার মা-বাবা। ওই দিনই তাঁরা অভিযোগ করেছেন, মেয়ের খুনের বিচারের দাবিতে সরব হওয়ায় এলাকায় তাঁদের ‘একঘরে’ করে রেখেছে শাসকদল তৃণমূল। সেই অভিযোগ শুনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাই সেই ঘটনার জবাবে পানিহাটি এলাকা জুড়ে শাসকদলের পাল্টা কনভেনশন করতে চান তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৬:০৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আরজি কর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বর্ষপূর্তিতে রাজ্য জুড়ে কর্মসূচি হয়েছে। সেই কর্মসূচিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। ওই দিনই তাঁরা অভিযোগ করেছেন, মেয়ের খুনের বিচারের দাবিতে সরব হওয়ায় এলাকায় তাঁদের ‘একঘরে’ করে রেখেছে শাসকদল তৃণমূল। সেই অভিযোগ শুনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেই ঘটনার জবাবে পানিহাটি এলাকা জুড়ে শাসকদলের পাল্টা কনভেনশন করতে চান তিনি। সেই কনভেনশনের শুভেন্দুর সঙ্গী হবেন বিজেপি পরিষদীয় দলের তাঁর সতীর্থেরা। গত সাড়ে চার বছরে রাজ্যের একাধিক জায়গায় কর্মসূচি করতে গিয়েছেন বিরোধী দলনেতা। আর এ বার আরজি কর হাসপাতালে নিহত যুবতী চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়াতে পানিহাটিতে কনভেনশনে অংশ নিতে দেখা যাবে বিজেপি পরিষদীয় দলকে।

এই কনভেনশন দু’দিন ধরে হবে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। যেহেতু পানিহাটি এলাকার বাসিন্দা ছিলেন ওই নিহত চিকিৎসক, তাই ওই এলাকার প্রত্যেক বাসিন্দার কাছে পৌঁছোতে চান বিরোধী দলনেতা। তাঁর একার পক্ষে পানিহাটি এলাকার সমস্ত বাসিন্দার কাছে পৌঁছোনো সম্ভব নয়। তাই তিনি বিজেপি পরিষদীয় দলের সকল সদস্যকে নিয়ে এই কর্মসূচি করতে পারেন বলে বিজেপি সূত্রে খবর। আপাতত কনভেনশনের দিনক্ষণ ঠিক না হলেও এই কর্মসূচি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিরোধী দলনেতার দফতর। সূত্রের খবর, এই কনভেনশনে বিজেপি বিধায়কেরা যেমন পানিহাটি এলাকা জুড়ে সভা করবেন, তেমনই আবার ওই এলাকার বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করে নির্যাতিতার মা-বাবার প্রতি শাসকদলের ব্যবহারের কথা তুলে ধরবেন। এ ক্ষেত্রে বিজেপি বিধায়কদের লক্ষ্য হবে পানিহাটি এলাকার বাজারগুলিও। যেখানে তাঁরা বেশি সংখ্যক মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ওই নির্যাতিতার পরিবারের প্রতি শাসকদলের আচরণের কথা তুলে ধরতে পারেন।

এ ছাড়াও, এলাকা জুড়ে আরজি কর হাসপাতালের ঘটনার উল্লেখ করার পাশাপাশি সেই ঘটনা নিয়ে শাসকদলের ভূমিকার কথা উল্লেখ করে একটি লিফলেট এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়া কোথাও ভাবা হচ্ছে। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘নির্যাতিতার মা-বাবার প্রতি শাসকদল তৃণমূল এমন আচরণ করছে বলে আমরা জেনেছি। আমার সঙ্গে ওই পরিবারের যোগাযোগ রয়েছে। আমাদের সীমিত ক্ষমতা অনুসারে আমরা তাঁর মা বাবার প্রতি যে অবিচার তৃণমূল করছে, তার বিরুদ্ধে ওই কনভেনশন করার কথা ভাবছি।’’ শনিবার নবান্ন অভিযানের দিন, নির্যাতিতার মা-বাবাকে শাসকদল তৃণমূলের ‘একঘরে’ করে রাখা নিয়ে প্রশ্ন করা হলে, শুভেন্দু ঘটনার নিন্দা করে পরবর্তী পদক্ষেপ করার কথা জানিয়েছিলেন।

বিরোধী দলনেতার এমন উদ্যোগকে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষের কথায়, ‘‘নিহত চিকিৎসকের মা-বাবার প্রতি আমাদের দল সমব্যথী। ওঁদেরকে আমরা একঘরে করে রেখেছি, এ কথা সত্য নয়। এটা ঠিক যে ওঁরা কখনও বিজেপি, কখনও সিপিএম, কখনও বা নকশালদের মঞ্চে যাচ্ছেন। আমার দল সব কিছুই জানে। যেহেতু ওঁরা সন্তান হারিয়েছেন, তাই ওঁদের বিষয়ে আমি কিছু বলব না। তবে আমি মনে করি পানিহাটিতে কোনও রকম কনভেনশনের প্রয়োজন নেই। আমাদের এলাকা শান্ত রয়েছে।’’ রাজনৈতিক মহলের একাংশের মতে, আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার অভিঘাত ছিল রাজ্য রাজনীতিতে। আর রাজনৈতিক দল হিসাবে বিজেপি এই ইস্যুকে হাতছাড়া করতে নারাজ। গত বছর এই ঘটনাকে কেন্দ্র করে যে ভাবে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল, পদ্মশিবির আগামী কয়েক মাস সেই প্রবাহ ধরে রাখতে চাইছে। সেই পরিকল্পনা অনুযায়ী, নির্যাতিতার মা-বাবার ডাকা নবান্ন অভিযানে সক্রিয় অংশগ্রহণ ছিল বিজেপি নেতা-কর্মীদের। এ ক্ষেত্রে, আগামী বছর বিধানসভা নির্বাচন পর্যন্ত আরজি কর ইস্যুকে বাঁচিয়ে রাখতে চায় পদ্মশিবির।

RG Kar Case Suvendu Adhikari
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy