দক্ষিণ ২৪ পরগনার ভাঙ়ড়ে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, কিশোরীর পরিবারের লোকেরা তার প্রতিবাদ করায় তাঁদের উপরেও হামলার অভিযোগ উঠেছে অভিযুক্ত শাসক নেতা ও তাঁর দলবলের বিরুদ্ধে। ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ও তাঁর দুই শাগরেদকে গ্রেফতার করেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
কিশোরীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়েছিল ভাঙড়ের বামনঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই কিশোরী এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় বামনঘাটায় হরিনাম সংকীর্তনের সময় ঘটনাটি ঘটেছিল। অভিযোগ, সংকীর্তন চলাকালীন গামছা দিয়ে গ্রামের মহিলাদের দধি টানাটানির সময়ে ভিড়ের মধ্যে অভিযুক্ত নেতা মত্ত অবস্থায় বছর ষোলোর ওই কিশোরীকে আপত্তিকর ভাবে স্পর্শ করেন। মেয়েটির পোশাকও ছিঁড়ে গিয়েছে বলে দাবি।
পরিবার সূত্রে খবর, ওই ঘটনার পর কিশোরী কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গোটা ঘটনা জানায়। এর পরেই বাড়ির লোকেরা ঘটনাস্থলে গিয়ে তার প্রতিবাদ করেন। অভিযোগ, নেতার দলবল সেই সময় পরিবারের লোকেদের উপরেও চড়াও হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকার তৃণমূল নেতা অমরেশ মণ্ডল বলেন, ‘‘ওই মেয়েটি আমার বোনের মতো। যার বিরুদ্ধে অভিযোগ, তার শাস্তির দাবি করছি।’’