একই সঙ্গে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দলে গোষ্ঠী বিবাদ চলছে। একদিকে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম দলেরই নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়িয়েছেন। অন্য দিকে, রাজ্য বিজেপি-তেও ক্ষোভ বিক্ষোভের পরিবেশ। দলের সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর অপসারণ চেয়ে দলেরই একাংশ সরব। সোমবার কলকাতার রাজপথে তা নিয়ে পোস্টার পড়তেও দেখা গিয়েছে। এ নিয়ে আনন্দবাজার অনলাইন যে সংবাদ প্রকাশ করে তার স্ক্রিন শট নিয়ে একটি টুইট করেন আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। আর তাতেই পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এক নেটাগরিক। তারই জবাব দিতে গিয়ে কল্যাণ-কুণাল বিবাদকে ‘একজন দু'জনকে নিয়ে সাময়িক বিতৰ্ক তো সব দলেই হয়, হতেই পারে’বলে মন্তব্য করেছেন বাবুল।