Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দেবু টুডুর মন্তব্যে বিতর্ক

সোমবার বিকালে গলসির জাঁহাপুরে ‘এনআরসি’ ও কেন্দ্রের বিজেপির সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে একটি সভার আয়োজন করা হয়।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
গলসি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৯ ০৪:৫৭
Share: Save:

প্রকাশ্য সভায় দলীয় নেতা, কর্মীদের জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডুর মোবাইল নম্বর দিয়ে তাঁকে রোজ সকালে ‘জয় শ্রীরাম’ বলার নিদান দিয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর নাম না করে পাল্টা ‘আপত্তিকর’ মন্তব্য করে বিতর্কে জড়ালেন দেবুবাবু।

সোমবার বিকালে গলসির জাঁহাপুরে ‘এনআরসি’ ও কেন্দ্রের বিজেপির সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই তিনি বলেন, ‘‘আমি সাঁওতাল ঘরের ছেলে। তোমাদের মতো বাবুদের .... মেরে তাড়িয়ে দেব এই বাংলা থেকে।” তবে এ দিন যোগাযোগ করা যায়নি সৌমিত্র খাঁয়ের সঙ্গে।

সভায় দেবুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার বিদায়ী কাউন্সিলর খোকন দাস। তৃণমূলের দাবি, বিজেপি ছেড়ে প্রায় ৭০ জন তৃণমূলে যোগ দেন সভামঞ্চে। যদিও ওই দাবি মানেনি বিজেপি। দলের জেলা সাংগঠনিক সভাপতি (বর্ধমান সদর) সন্দীপ নন্দী বলেন, ‘‘ওই দল ছেড়ে সৌমিত্রবাবু বিজেপিতে যোগ দিয়েছিলেন। সৌমিত্রবাবু এক সময় ওঁর বন্ধু ছিলেন। তাই দুই বন্ধুর কথায় আমি কোনও মন্তব্য করব না।’’

সম্প্রতি বিজেপি কর্মীরা তাঁকে ফোন করে ‘জয় শ্রী রাম’ না বললে ‘দেখে নেওয়া’র হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন দেবুবাবু। এ দিনও তিনি দাবি করেন, ‘‘আমি সাঁওতাল বলে আমাকে অপদস্থ করতে চাইছেন অনেকে। তাঁরা শুনে রাখুন গরিব মানুষেরা আমার সঙ্গে রয়েছেন।’’ সন্দীপবাবুর পাল্টা, ‘‘আমার দল কোনও জাতিকে অসম্মান করে না। কিন্তু উনি যে দলটি করেন তার কোনও সংস্কৃতি নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Galsi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE