Advertisement
২৩ এপ্রিল ২০২৪

Firhad Hakim attacks Sukanta Majumder: ২৫ আসন না পেলে কান ধরে ওঠবোস করবেন তো বিজেপি সভাপতি, আক্রমণ ফিরহাদের

বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে কান ধরে ওঠবোস করানোর কথা বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিমের আক্রমণের মুখে সুকান্ত মজুমদার।

ফিরহাদ হাকিমের আক্রমণের মুখে সুকান্ত মজুমদার। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ১৭:০৮
Share: Save:

২৫টি আসন না পেলে কান ধরে ওঠবোস করবেন তো সুকান্ত মজুমদার। এমনটাই বলে আক্রমণ শানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শনিবার হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত দাবি করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তাঁরা ২৫টি আসন পাবেন। সেই দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, ‘‘উনি আমাকে এই বিষয়টা কি লিখে দিতে পারবেন যে, বিজেপি এ রাজ্য থেকে ২০২৪ সালের নির্বাচনে ২৫টি আসন জিতবে?’’ এর পরেই তিনি আরও বলেন, ‘‘আমাকে লিখে দিতে হবে যে, উনি রাজনীতি ছেড়ে দেবেন। আর রাজ্যে ২৫টি আসন না পেলে কান ধরে ওঠবোস করবেন তো।’’

পুর ও নগরোন্নয়ণ মন্ত্রী বলেন, ‘‘আমার মনে হয়, এ রাজ্য থেকে বিজেপি ২০২৪ সালে এক থেকে দু'টির বেশি আসন তিনি পাবেন না। আমরা চাইছি, সেই আসনটিকে শূন্যে পাঠিয়ে দিতে, যাতে বিজেপি আর এ রাজ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে।’’ তিনি আরও বলেছেন, ‘‘অব কি বার ২০০ পার-- স্লোগান দিয়ে যে ধাক্কা বিজেপি খেয়েছে, তার পর আর এ রাজ্যে ফিরে আসা সম্ভব নয়। এখন হয়তো তাঁরা বিরোধী দলের জায়গা পেয়েছেন। কিন্তু যে ভাবে বিজেপিতে দিন দিন ভাঙন হচ্ছে, তাতে বিজেপি কোনও ভাবেই ২৫টি আসন তো দূর, কোনও আসনই ধরে রাখতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। আর যদি বিজেপি যদি ২৫টির বেশি আসন পায়, তাহলে আমি কান ধরে ওঠবোস করব।’’

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি ১৮টি আসন জিতেছিল। কিন্তু বিধানসভা ভোটে ৭৭ আসন পেয়েই থামতে হয়েছে তাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE