Advertisement
২২ মার্চ ২০২৩
Dilip Ghosh

দিলীপের বাড়ির দলিল কেন নিয়োগ দুর্নীতিতে ধৃতের কাছে? প্রশ্ন তুলে গ্রেফতারের দাবি কুণালের

শনিবার তৃণমূল ভবনে যুগ্ম সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ ও রাজ্য তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। সেখানেই কুণাল বলেন, ‘‘আমাদের স্পষ্ট দাবি, দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে।’’

দিলীপ ঘোষের গ্রেফতারির দাবিতে সরব কুণাল ঘোষ।

দিলীপ ঘোষের গ্রেফতারির দাবিতে সরব কুণাল ঘোষ। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৯:৪৫
Share: Save:

বিজেপি নেতা দিলীপ ঘোষের গ্রেফতারের দাবিতে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার তৃণমূল ভবনে যুগ্ম সাংবাদিক বৈঠক করেন কুণাল ও রাজ্য তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। সেখানেই অভিযোগের সুরে কুণাল বলেন, ‘‘নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার হয়েছে। সিবিআই এই নথি উদ্ধার করেছে। সিবিআই প্রথমে গোপন করল। সিজার লিস্ট জমা দেওয়া হয়নি প্রথমে। আইনজীবীদের তরফে দাবি ওঠায় দেওয়া হয়।’’ এরপরে তিনি আরও বলেন, ‘‘দিলীপ ঘোষের বাড়ির দলিল কী করে নিয়োগ কাণ্ডে দুর্নীতিতে ধৃতের বাড়িতে যায়? আমাদের স্পষ্ট দাবি, দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে।’’

Advertisement

দিলীপকে গ্রেফতারির পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত নিয়ে বেশকিছু প্রশ্নও তোলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তাঁর প্রশ্ন, ‘‘প্রসন্ন রায়কে টাকা তোলার লিঙ্কম্যান বলা হচ্ছে। তাঁর বাড়িতেই কী ভাবে দিলীপ ঘোষের দলিল পাওয়া গেল? সিবিআই যখন এই মামলার সঙ্গে যুক্ত সকলকেই তলব করছে, জিজ্ঞাসাবাদ করছে, গ্রেফতার করছে তবে দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হবে না?’’ তিনি আরও বলেন, ‘‘সিবিআই তদন্ত করছে ঠিকই। আমাদের পূর্ণ সহযোগিতা রয়েছে। তবে সিবিআইকে নিরপেক্ষতা রাখতে হবে। কিন্তু প্রসন্ন রায়ের বাড়ির সিজার লিস্ট প্রথমে কেন আদালতে জমা দিল না সিবিআই? এক অভিযুক্তের আইনজীবী যখন সেই সিজার লিস্টের দাবি জানালেন তখনই আদালতে সেটা পেশ করা হয়।’’

সূত্রের খবর, শৌভিক মজুমদার নামের একজনের থেকে দিলীপ ঘোষ দক্ষিণ ২৪ পরগনার একটি জমি কিনেছেন। সেই দলিল মিলেছে প্রসন্নর বাড়িতে। সেই সূত্র ধরেই শনিবার মেদিনীপুরের সাংসদের বিরুদ্ধে গ্রেফতারির দাবি তুলেছেন তৃণমূল। এ প্রসঙ্গে জানতে দিলীপের মোবাইলে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.