এ বার ‘বদলার’ হুঁশিয়ারি দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। শনিবার ভাতারে এক সভায় তিনি বলেন, ‘‘আমাদের নেত্রী বলে দিয়েছেন, ‘আমাদের চার জনকে ঢুকিয়েছে, আমরা আট জনকে ঢোকাব। আগে বলছিলাম, বদলা নয় বদল চাই। কিন্তু এ বার বদলা চাইব।’’ সিপিএমের পাল্টা দাবি, ভয় পেয়েই এমন মন্তব্য করছেন বিধায়ক। সম্প্রতি ওই এলাকায় ‘ইনসাফ যাত্রা’ করে ডিওয়াইএফ।
এর পরেই এ দিন সেখানে মিছিল ও তার পরে সভার কর্মসূচি নেয় তৃণমূল। সেই সভা থেকেই হুঁশিয়ারি দেন বিধায়ক। বাম আমলে কী ভাবে তাঁদের উপরে অত্যাচার হয়েছিল, সে সব অভিযোগও তোলেন তিনি। ২০১০ সালে ভাতারে তাঁকে গুলি করা হয়, বোমার আঘাতে দলের কর্মীর মৃত্যু হয়েছিল, এ ধরনের ঘটনার উদাহরণ টেনে তাঁর বক্তব্য, ‘‘ইনসাফ তো আমরা চাই। তোমরা কী চাইবে?’’ সিপিএমের রাজ্য কমিটির সদস্য অচিন্ত্য মল্লিকের প্রতিক্রিয়া, ‘‘১২ বছর ধরে ইনসাফ চাইতে পারল না। এখন বলছে ইনসাফ চাই! কয়েক হাজার কোটি টাকা খরচ করে এক ডজন কমিশন করেও বামেদের গায়ে আজও এতটুকু কালি লাগাতে পারেননি ওঁরা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)