Advertisement
০২ মে ২০২৪

বীজপুরে দলীয় কর্মী খুনে অভিযুক্ত তৃণমূল নেতারাই

বিয়েবাড়িতে কেটারিং-এর কাজ সেরে ফেরার পথে খুন হলেন এক তৃণমূল কর্মী। অভিযোগের তির তৃণমূলেরই কয়েক জন নেতার বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর শেষ আপডেট: ১১ মে ২০১৬ ২১:১৫
Share: Save:

বিয়েবাড়িতে কেটারিং-এর কাজ সেরে ফেরার পথে খুন হলেন এক তৃণমূল কর্মী। অভিযোগের তির তৃণমূলেরই কয়েক জন নেতার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে বীজপুরের কাঁপা নাবদা এলাকায় রাস্তার উপর মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় চিরঞ্জিত বসু (২৩) নামে এই যুবককে। চিরঞ্জিতের বাড়ি নদিয়ার গয়েশপুর বেদিভবনে। এলাকায় তৃণমূলের মিটিং-মিছিলে থাকা এই যুবক তৃণমূলের সক্রিয় কর্মী বলেই দাবি করেছেন তাঁর আত্মীয় পরিজনেরা। বেশ কিছু দিন ধরেই স্থানীয় তৃণমূল নেতা মরণ দে ও সাহেব কুরিদের সঙ্গে চিরঞ্জিতের বনিবনা হচ্ছিল না। চিরঞ্জিত কেটারিং ব্যবসার সঙ্গে যুক্ত। অনুষ্ঠান বাড়িতে কফি মেশিন ভাড়া দেন। মঙ্গলবার রাতে বীজপুরে একটি অনুষ্ঠান বাড়ি থেকে কফি মেশিন নিয়ে সাইকেল চেপে ফেরার সময় তাঁকে গুলি করা হয় বলে পুলিশ জানিয়েছে। তবে চিরঞ্জিতের সাইকেল ও কফি মেশিনের কোনও হদিশ পায়নি পুলিশ।

বুধবার দুপুর থেকেই এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হন গয়েশপুরের বহু বাসিন্দা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই এই খুন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। গয়েশপুরের গোলবাজার এলাকায় পথ অবরোধ করে বাজার বন্ধ করে দেওয়া হয়। ব্যারাকপুরের পুলিশ কমিশনার নীরজ সিংহ বলেন, ‘‘খুনের অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc murder police bijapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE